মোঃ জাহাঙ্গীর হোসেন : ১১ জুলাই ২০২২ ইং তারিখ(সোমবার)

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম লাল্টু’র নেতৃত্বে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল চত্বরে এস এস সি ব্যাচ ১৯৮৭ সালের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান” স্মরণে ৮৭ অনুষ্ঠিত” হয়েছে।সকালে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।এই র‍্যালিটি বাজার প্রদর্শন করে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপরেই শুরু হয় মূল অনুষ্ঠান আলোচনা পর্ব।এ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ঐ স্কুলের ১০ জন প্রাক্তন শিক্ষক সহ বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব। এ সময় প্রাক্তন শিক্ষকেরা বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সকলকে একত্রি করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান এস এস সি ব্যাচ ১৯৮৭ এর শিক্ষার্থীদের। এবং এই আয়োজন অব্যাহত থাকুক সেটিরও দাবি জানান তারা। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব বলেন আমি অত্যন্ত আনন্দিত।কারণ এই স্কুলটি একটি ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলের অনেক ছাত্র বিভিন্ন বড় বড় জায়গাতে অবস্থান করছে।তারপরেও তারা সময় বের করে আজ এই মিলন মেলার আয়োজন করেছে।অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঈদুল আযহার পরের দিন এস এস সি ব্যাচ ১৯৮৭ সালের প্রায় ৯০ জন ছাত্র একত্রিত হয়েছে।কলারোয়া উপজেলা চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু তার বক্তব্যে বলেন,এখানে আমরা সকলেই বন্ধু।এখানে নেই কোন ধর্মের ভেদাভেদ, নেই কোন জাতির ভেদাভেদ। কর্মজীবনে,ব্যক্তি জীবনে বা রাজনৈতিক জীবনে মতপার্থক্য থাকলেও এখানে তার বিন্দুমাত্র প্রভাব না রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কারন আমরা বন্ধু একসাথে লেখাপড়া ও খেলা ধুলা করে বড় হয়েছি। তিনি বলেন আমাদের এই মিলন মেলার আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের বন্ধুদের ভিতরে যারা পিছিয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ানো। আমরা একে অপরকে সহযোগিতা করব এটাই তো বন্ধুত্বের পরিচয়। তাই সকলকেই একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।আমরা এস এস সি পাশ করেছি প্রায় ৩৫ বছর। এভাবে আগে কখনো দেখা হয়নি। অনেকদিন পর সকলকে একসাথে দেখে প্রাণটা ভরে গেল। তাই এই মিলন মেলা অব্যাহত থাক সেটা আমি চাই। এই মিলন মেলার আয়োজন করার জন্য আমাদের কয়েকজন বন্ধু উদ্যোগ গ্রহণ ও অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে এনায়েত খান টুন্টু, আশরাফুল ইসলাম,সোহেল আশফাক, পলাশ, দিলীপ ঘোষ, জাবিদ ইকবল,খলিলুর রহমান,হাসান সহ অনেকেই।

তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে মধ্যাহ্নভোজনের পরে সকলেই বক্তব্য রাখেন। কেউ কেউ বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করেন, এবং হাসি আনন্দে মেতে থাকেন।মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন আমরা খুব দ্রুত একটি কমিটি করব এই কমিটির কাজ হবে আমাদের যে সকল বন্ধুরা অসহায় অবস্থায় আছে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া। অনুষ্ঠানের শেষে সকলকে একটি করে সৌজন্য পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৯৮৭ এস এস সি ব্যাচের অন্যতম সদস্য জনাব এনায়েত খান টুন্টু।

তিনি বলেন এই আয়োজন অভ্যত থাকবে।সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *