যশোর প্রতিনিধি : এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক ইসলাম ওরফে ঢোল রফিকসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আটককৃতদের মধ্যে রফিক পুরাতন কসবা এলকার বাসিন্দা। অন্যরা হলেন, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুর আয়শা পল্লির তাওসিন বিল্লাহ, জেলরোড বেলতলার আরাফাত আহমেদ। পলাতক আসামিরা হলেন, প্রধান অভিযুক্ত কাজীপাড়ার শহীদ,পুরাতন কসবার রাফাত ইয়াসমিন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার সাথে আসামি মিরাজের প্রেমের সম্পর্ক ছিলো। সে সুবাদে গত ৯ জুলাই সন্ধায় শহরের দড়াটানা এলাকায় ঘুরতে যান তারা। এসময় মিরাজের পরিচিত অন্য আসামি তাহসান ও আরাফাতের সাথে কথা হয়। তারা বাদীকে গান শুনানোর কথা বলে
বিমান অফিসের বিপরীতে দুইতলায় রফিকের অফিসে নিয়ে যায়। সেখানে যেয়ে বাদী দেখতে পায় মদের বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম সাজানো রয়েছে।এসব দেখে বাদী হতবাক হয়ে ওই অফিস থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু আসামিরা সেখানে তাকে আটকে রেখে মারপিট করে। এক পর্যায় অন্য আসামিদের সহযোগিতায় আসামি শহীদ বাদীকে ধর্ষণ করে।রফিকসহ অন্যরাও সেসময় উপস্থিত ছিলো। এ সময় বাদী অসুস্থ্য হয়ে পরে। পরে রোববার ভোর সাড়ে পাচটায় বাদী রফিকের অফিস থেকে বের হলেই পুলিশের দেখা পায়। পুলিশের কাছে ঘটনা খুলে বললে কসবা ফাড়ি পুলিশ ঘটনাস্থলে যেয়ে রফিক বাদে অপর তিন আসামিকে আটক করে। পরে রোববার একটার পর কাঠালতলা এলাকা থেকে রফিককে আটক করে। পুলিশ আসামিদের রোববার সন্ধার পর আদালতে সোপর্দ করে। আদালত আসামিদের কারাগাওে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীম বলেন, পলাতক আসামিদের আটকে অভিযান শুরু করেছেন। এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কিনা সেবিষয়টিও খতিয়ে দেখছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *