রেজোয়ান কবির(ঝিকরগাছা প্রতিনিধি) : বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে তাল গাছের চারা রোপন কর্মসূচির গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার ঝিকগাছা রেল লাইনের দু’পাশে পেন ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ মানুষ দু’শত তাল গাছের চারা রোপনের পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ গ্রহণ করে কাজ করে চলেছে। এসময় উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান, জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বৃক্ষপ্রেমী মোকারম হোসেন, পেন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, কনসালটেন্ট টিপু সুলতান, সাংবাদিক এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য আজমুল হক রিপন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.