অনলাইন ডেস্ক: নদীতে  ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও নৌপুলিশকে টাকা দিলেই মেঘনায় ইলিশ ধরার অনুমতি পাচ্ছেন জেলেরা। জেলেরা বলছেন, নৌপুলিশ নৌকাপ্রতি দৈনিক তিন থেকে চার হাজার টাকা নিয়ে মাছ ধরার অনুমতি দিচ্ছে। মা ইলিশ রক্ষায় ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে তা অমান্য করে বিভিন্ন স্থানে ইলিশ শিকারে নামছেন জেলেরা। অনুসন্ধানে দেখা গেছে, কোথাও ঝুঁকি নিয়ে, কোথাও প্রশাসনকে ‘ম্যানেজ করে’ চলছে ইলিশ শিকার। মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌকাপ্রতি টাকার বিনিময়ে মাছ ধরার অনুমতি দিচ্ছে পুলিশ। মেঘনার ইসমানির চর, গোয়ালগাও, রঘুরচর এলাকা ঘুরে দেখা যায়, অবাধে ইলিশ ধরছেন শ’ শ’ জেলে। নিষেধাজ্ঞার পরও কিভাবে তারা মাছ ধরছেন, এ প্রশ্নের জবাবে জেলেরা জানান, নৌকাপ্রতি দৈনিক তিন থেকে চার হাজার টাকা করে নিয়ে ইলিশ ধরার অনুমতি দিচ্ছে নৌপুলিশ।




Leave a Reply

Your email address will not be published.