সমাজের আলো: সব প্রস্তুতি সম্পন্ন। গতকাল মঙ্গলবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সবুজ সংকেতও দিয়ে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন প্রয়োগে কোনো সমস্যা নেই। এরই পরিপ্রেক্ষিতে আজ ২৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপতাালের ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে যারা টিকা নেবেন, তাদের মধ্যে ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী। গতকাল এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমের সূচি অনুযায়ী, দেশে প্রথম টিকা নেবেন এ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। কোনো কারণে তিনি শারীরিকভাবে সুস্থ না থাকলে বিকল্প হিসেবে প্রস্তুত আছেন আরও দুই সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকার। চিকিৎসকদের মধ্যে প্রথম টিকা নেবেন হাসপাতালটির মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন। আরও দুই চিকিৎসকের নামও রয়েছে এ তালিকায়। আর ভ্যাকসিনেটর হিসেবে রয়েছেন সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিন। প্রথম টিকা গ্রহীতা হিসেবে নাম থাকায় রুনুর অনুভূতি জানতে গতকাল মঙ্গলবার তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি কোনো রকম মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন




Leave a Reply

Your email address will not be published.