সমাজের আলো : উর্ধ্বমূল্যের বাজারে নিম্নবিত্ত আর নিম্ন মধ্যবিত্তের একমাত্র ভরসা টিসিবির ট্রাক সেল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাজার মূল্যের চেয়ে কিছুটা কমে পেয়েও খুশি তারা। তবে একই ব্যক্তি বারবার নেওয়ায় প্রকৃত ভোক্তা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ অনেকের। পেঁয়াজের মান নিয়ে অভিযোগ থাকলেও নিরুপায় ডিলাররা। পণ্য কেনা নিয়ে এই তুমুল দন্দ্ব টিসিবির ট্রাক সেলে। কার আগে কে নেবে কাঙ্খিত তেল, চিনি, ডাল আর পেঁয়াজ। বাজার মূল্যের চেয়ে কিছুটা কম পাওয়ায় নিম্ন আর নিম্ন মধ্যবিত্তদের যেখানে শেষ ভরসা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পণ্য পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অভিযোগ রয়েছে একজনেরই বারবার নেয়ার।

নিম্নবিত্তরা অনায়াসে লাইনে দাঁড়াতে পারলেও লোকলজ্জা মাড়িয়ে এখন সেখানে নিম্নমধ্যবিত্তরাও। বলছেন স্বাভাবিক জীবন চালাতে এখনই কমাতে হবে সবধরনের পণ্যের দাম।ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই কেজি সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রম চারদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়েছে বলে জানায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *