রাকিবুল হাসানঃশ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী ব্রিজ নির্মানে ইটের “খ” আর লবন পানি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। শ্যামনগরের উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে তাৎক্ষনিক লবন পানির ব্যাবহার বন্দ রাখা হয়েছে তবে ইটের খ লবন পানি দিয়ে ভিজানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে মানিকখালী ব্রিজের পাশে নদীর নদী থেকে প্রবহমান লবন পানির জোয়ার ভাটার খালের পানি ব্যাবহার করে ঢালাই দিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ। উক্ত প্রতিষ্ঠানের সাব এ্যাসিসটেন্ট ইন্জিনিয়ার বলছেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভাইয়ের দেখিয়ে দেওয়া পানি ব্যাবহার করা হচ্ছে সে পানি লবন পানি হলে তাদের করার কিছু নেই। সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার সুপার ভাইজারের দায়িত্বে থাকা লিটন ও বরুন বাবু বলেন ব্রিজের নিচে লোহার খাঁচা বসানোর জন্য ইটের খ দিয়ে ফলস ঢালাই দেওয়া যেতে পারে।এইবিষয়ে শ‍্যামনগরের উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল হক দোলনের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্রিজে স্টোন ছাড়া ইটের কোন ব্যাবহার হবে না। ব্রিজের পাশে সড়ক ও জনপথ বিভাগের গর্ত আছে সেখানে অবৈধ দখলদারদের ভয়ে পানি নিতে ভয় পাচ্ছে সুপারভাইজার দ্বয়। রাস্তা হওয়ার ৩০ বছরেও মানিকখালী ব্রিজের কোন সুরহ হয়নি। এখানে ভাংগা বেইলী ব্রিজ থেকে পড়ে বহু মানুষ আহত হওয়ার পরে অবশেষে ব্রিজের কাজ শুরু হলেও লবন পানি আর ইটের খ দিয়ে ঢালাই দেওয়া হলে অচিরেই ব্রিজটি ভেংগে পড়বে বলে আশংকা করছে এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *