সমাজের আলো : প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে এই কীর্তি গড়তে ৬৮ রান দরকার ছিল মিস্টার ডিপেন্ডেবলের। দলীয় ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর দ্বিতীয় বলে উইকেটের পেছনে দুই রান নিয়ে (৬৭ থেকে ৬৯) রেকর্ডটি গড়েন মুশফিক। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সাড়ে তিনশ রান পার করে।

Open photo

মুশফিকের আগেই অবশ্য ৫ হাজার রানের রেকর্ডে পৌঁছাতে পারতেন তামিম ইকবাল। এই টেস্টেই সেঞ্চুরি পাওয়া দেশ সেরা ওপেনারের পেশির টান পড়ায় তিনি মাঠ থেকে উঠে যান। তামিমের বর্তমান রান ৪৯৮১।




Leave a Reply

Your email address will not be published.