শফিকুর রহমান, কলারোয়া সাতক্ষীরা : বয়স মাত্র ১০ বছর। এই শিশু চালনা করছে ভারি মালামাল বোঝায় ট্রলি । যার ফলে বাড়ছে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা । সোমবার (১৬ নভেম্বর) সকালে ঠিক এমনই দৃশ্য দেখা গেছে কলারোয়া- সাতক্ষীরা মহাসড়ক সহ আশেপাশের প্রত্যন্ত এলাকায় । স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকাল থেকে ১০ বছর বয়সী ঐ শিশুকে মরণযান খ্যাত ট্রলি চালাতে দেখা গেছে। একজন মধ্যবয়স্ক ও পেশাদার ব্যক্তি যেখানে ট্রলি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন সেখানে এতটুকু একটা শিশু কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখবে । স্থানীয় সাঈদ হাসান জানান, আজ সকালে আমি বাজারে যাচ্ছিলাম । ঠিক তখনই বিপরীত দিকে থেকে মাছের ড্রাম বোঝাই একটি ট্রলি চালিয়ে আসছিলো ১০ বছর বয়সী এক শিশু । আমি সামান্যর জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। অনুসন্ধানে জানা গেছে, পরিবারের অস্বচ্ছলতার কারনে সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের আনছার আলীর ছেলে মোশাররফ হোসেন ( ১০) । আর্থিক অস্বচ্ছলতার কারনে দীর্ঘদিন ধরে বিপজ্জনক যানবাহন ট্রলি চালিয়ে আসছে। স্থানীয়রা আরো জানান, এরকম শিশুদের প্রায়ই মোটরচালিত ভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান ইত্যাদি যানবাহন চালাতে দেখা যাচ্ছে । এতে করে যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ দিকে যানবাহন নীতিমালা ও ট্রাফিক আইনের পরিপূর্ণ প্রয়োগ ও এসকল অসহায় শিশু শ্রমিকদের সহযোগিতা ও পুনর্বাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কামনা করেছেন সচেতন জনসাধারণ ।




Leave a Reply

Your email address will not be published.