সমাজের আলো : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন কলামনিস্ট ই জ্যাঁ ক্যারোল। এমন অভিযোগ আনার পর ট্রাম্প বলেছেন, ক্যারোল তার যোগ্যই নন। ফলে তিনি মানহানি মামলা করেছেন। তিনি বলেছেন, ১৯৯০ এর দশকে ম্যানহাটানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে তাকে যৌন নির্যাতন করেন ট্রাম্প। এ জন্য ট্রাম্পের বিরুদ্ধে মানহানী মামলা করেছেন ক্যারোল। তবে এই মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিচ্ছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। তারা এই মধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছে। প্রেসিডেন্টের আইনগত বিষয় দেখাশোনা করে বিশেষ করে তার প্রাইভেট আইনজীবীরা। কিন্তু এবার সেই আইনজীবীকে সরিয়ে দিয়ে সেখানে উঠে এসেছে আইন মন্ত্রণালয়। তারাই এই মামলা হাতে নিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ক্যারোল তার মামলায় বলেছেন, তার দাবিকে প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করে বলেছেন, সে (ক্যারোল) আমার উপযোগী নয়। এতে তার মানহানী হয়েছে বলে দাবি করে মামলায় আর্জি তুলেছেন ক্যারোল। ট্রাম্পের সমালোচকরা বলেন, প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদে ট্রাম্প আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করেছেন। অথচ আইন মন্ত্রণালয়ের নিরপেক্ষভাবে হোয়াইট হাউজের দায়িত্ব পালন করার কথা। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ধর্ষণ মামলায় নিজেই প্রতিনিধিত্ব করছেন ট্রাম্প। এতে তাকে সহযোগিতা করছেন তার ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসোউটজ। ট্রাম্পের বিরুদ্ধে ক্যারোল মামলা করেন ২০১৯ সালের নভেম্বরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *