সমাজের আলো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হবে বুধবার। সুতরাং, বর্তমান প্রেসিডেন্ট এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার। স্বাভাবিকভাবেই সবার জানার আগ্রহ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সবচেয়ে ‘উদ্ভট’ প্রেসিডেন্টের শেষ দিনটি কিভাবে কাটবে। বিজনেস ইনসাইডার জানিয়েছে, ট্রাম্প জনগণের কাছ থেকে লুকিয়ে থেকে তার অফিসে শেষ পূর্ণ দিবস শুরু করেছেন। নিজের প্রেসিডেন্ট থাকার মেয়াদের শেষ দিনগুলোতে জনজীবন থেকে তিনি একপ্রকার উধাও হয়ে গিয়েছিলেন। ৬ জানুয়ারি তার উস্কানিতে উগ্র সমর্থকরা ক্যাপিটলে হামলা করার পর তাকে আর জনসম্মুখে দেখা যায় নি। সিএনএন ট্রাম্পের সহযোগীদের বরাতে জানিয়েছে তাকে হোয়াইট হাউসে রাগান্বিত দেখা গেছে এবং তিনি নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। ক্যাপিটলের হামলা নিয়ে লিখিত মন্তব্যের বাইরে মুখ ফস্কে কিছু বলা থেকে তাকে বিরত রাখতে মিডিয়ায় তার উপস্থিতি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। হামলার আগে এবং হামলার পরে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে তার নিজ দল এবং মন্ত্রীসভার অনেকেও তাকে এড়িয়ে চলতে শুরু করেন। অগুণিত শীর্ষ কর্মকর্তার পদত্যাগ তাকে হোয়াইট হাউসে কার্যত ‘একা’ করে দিয়েছিল। শুধু তাই নয়, জনমত জরিপেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ট্রাম্প




Leave a Reply

Your email address will not be published.