সমাজের আলো : নেত্রকোনার পুর্বধলা উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফজল খাঁ (৭০) নামের এক বৃদ্ধ। করোনার উপসর্গ নিয়ে গত দুই সপ্তাহ ধরে বাড়িতে বসে বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন তিনি।শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫ টার দিকে স্বজনরা উপজেলার হাসপাতাল গেইটের সামনে লিটন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন বৃদ্ধকে। ডাক্তার দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলে সেগুলো সম্পন্ন করতে করতেই সন্ধ্যায় মারা যান তিনি।মৃত ফজল খাঁ পার্শ্ববর্তী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা গ্রামের মৃত সমেশ খা’র ছেলে। মৃতের ছেলে মিলনের বরাত দিয়ে জানা গেছে, ফজল খাঁ গত ১৫ দিন ধরে জ্বর, সর্দি-কাশি জনিত উপসর্গ নিয়ে ভুগছিলেন।




Leave a Reply

Your email address will not be published.