সমাজের আলো : ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ ‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’ এই প্রতিপাদ্য স্লোগানের ব্যানারে তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কতৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরায় নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে (২৮ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে সদরের মাগুরায় রবীন দাসের বাড়ির উঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার (ওসিসি) রিসোর্স পারসন আব্দুল হাই, তথ্যসেবা কর্মকর্তা মোসা:হীরা খাতুন, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা, তথ্যসেবা সহকারি শামিমা সুলতানা, বিদিশা রপ্তান। উঠান বৈঠকে ৬০ জন নারী অংশ গ্রহণ করেন। এসময় অংশ গ্রহণকারিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, এবং প্রত্যেকে নগদ ১০০টাকা আর্থিক সহয়াতা প্রদান ও খাদ্য বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.