সমাজের আলো। ।ঢাকা থেকে সাতক্ষীরায় এনে নাটক মঞ্চস্থ করা হয় : আদালতকে সাহেদ ‘সাতক্ষীরার দেবহাটায় আটক নাটক সাজানোর তিন দিন আগে আমি র‌্যাব কাস্টরিতে ছিলাম। ঢাকা থেকে আমাকে সাতক্ষীরায় এনে আটক নাটক সাজানো হয়। এরপর আমার বাবা মারা যায়, বাবার মুখটিও দেখতে দেওয়া হয়নি।’ সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে অস্ত্র ও চোরাচালানের দুটি মামলার চার্জগঠনের শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে এসব কথা আদালতকে জানান রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম। তিনি আদালতকে বলেন, আমাকে ভারতে পালানোর সময় আটক করা হয়েছে—এটা নাটক মঞ্চস্ত করা হয়েছে। আমি ষড়যন্ত্রের স্বীকার। সাতক্ষীরার আদালতে দুই মামলায় সাহেদ করিমের আইনজীবী আবু বক্কর সিদ্দিকী আদালতকে জানানো এসব কথাগুলো নিশ্চিত করেন। আইনজীবী আরও বলেন, শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে যখন সাহেদ করিম এসব কথা বলছিলেন, তখন বিচারক তাকে থামিয়ে দেন। বিচারক জানান, এসব কথা এখন বলার সময় নয়। সাক্ষী হওয়ার পরে যখন ৩৪২ ধারায় আপনার জবানবন্দি নেওয়া হবে, তখন এসব কথা বলতে পারবেন। আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। আবু বক্কর সিদ্দিকী বলেন, সাহেদ করিমের কাছ থেকে যে অস্ত্রটি উদ্ধার দেখানো হয়েছে, সেটি একটি কামারি পিস্তল দেশি তৈরি। ভারতীয় ৩২৩৩ রুপি উদ্ধার দেখানো হয়েছে। মামলায় বাচ্ছু মাঝি নামক অপর এক ব্যক্তির নাম দেওয়া হয়েছিল, যিনি তিন বছর আগে মারা গেছেন। সব মিলিয়ে এটা স্পষ্ট ধারণা করা যায়, মামলা উদ্দেশ্যপ্রণোদিত। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা এসটিসি ২০৭/২০ (অস্ত্র) ও এসটিসি ২০৮/২০ (চোরাচালান) মামলার চার্জগঠন হয়েছে। সাহেদকে হাজির করা হয় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানে আদালতে। শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি পৃথক ওই মামলায় সাক্ষীগ্রহণের দিন ধার্য করেন।




Leave a Reply

Your email address will not be published.