সমাজের আলো : কেউ বলেন দুদক দন্তহীন বাঘ আবার কারো মতো ঢোঁড়া সাপ। দেশের উচ্চ আদালতও চুনোপুঁটিদের পেছনে না ছুটে রাঘব-বোয়াল ধরতে বলেছেন। সংস্থাটিকে এত ক্ষমতা দেওয়ার পরও ঘুরে ফিরে কেন এমন আলোচনা?
বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রাঘব-বোয়ালদের ধরতে গেলেই নানামুখী চাপে পেরে উঠতে পারছে না স্বাধীন এই সংস্থাটি।৮ বছর আগের কথা। দায়িত্ব ছাড়ার আগে দুদককে দন্তহীন বাঘের সঙ্গে তুলনা করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান।

আসলে কি তাই? ইকবালের আমলে দায়িত্ব পালন করা দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলছেন- নখ, দাঁত সবই আছে দুদকের কিন্তু কামড় দেওয়ার সক্ষমতা নেই।
তিনি বলেন, দুদকের নখ, দাঁত সবই আছে। তবে দাঁত ফোটানোর জায়গাটা একটু কম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *