সমাজের আলো: এক সময় দেশের শিক্ষা ব্যবস্থায় ছিল না কোন শৃঙ্খলা। শিক্ষাবর্ষের কবে ক্লাস শুরু হবে, কবে থেকে পাবলিক পরীক্ষা শুরু হবে তার নির্ধারিত কোন সময় ছিল না। পরীক্ষা হলেও কতদিনে ফল প্রকাশ তারও ছিল না কোন দিনক্ষণ। এমন অবস্থার মধ্য থেকেই দীর্ঘ এক যুগের প্রচেষ্টায় পুরো ‘শিক্ষা ক্যালেন্ডারে’ ফিরিয়ে আনা হয়েছিল শৃঙ্খলা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্যালেন্ডারে শৃঙ্খলা ফেরার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষায় সেশনজটও চলে এসেছিল সহনীয় মাত্রায়। তবে এবার করোনার ছোবলে আট মাস ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এখন ওলটপালট পুরো শিক্ষা ক্যালেন্ডার। শিক্ষার্থী, শিক্ষকসহ শিক্ষা সংশ্লিষ্ট কোটি কোটি মানুষের জীবন রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাও করা যাচ্ছে না। ক্ষতি কিছুটা পুুষিয়ে নিতে হাতেগোনা কিছু প্রতিষ্ঠান কম বেশি অনলাইনে ক্লাস নিলেও তাতে সঙ্কটের সমাধান হচ্ছে না। কবে হবে স্বাভাবিক ক্লাস, পরীক্ষা, কিংবা কবে কিভাবে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা? এমন উদ্বেগজনক প্রশ্ন এখন সামনে। একাডেমিক ক্যালেন্ডার থেকে একটি বছর হারিয়ে যাবে কিনা, তা নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি চলতি বছরের পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের উদ্যোগের প্রেক্ষাপটে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও শিক্ষা ক্যালেন্ডার অনুসারে নির্দিষ্ট সময় নেয়া যাবে কিনা সেই প্রশ্নও সামনে চলে এসেছে। বার্ষিক পরীক্ষা ছাড়া সকল শ্রেণীর শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে এবার উন্নীত করার ঘোষণার মধ্যেই উদ্বেগ আগামী শিক্ষাবর্ষের শুরুতেও কি সব কিছু স্বাভাবিক করা সম্ভব হবে?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *