সমাজের আলো : তদন্তের নামে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের স্বাক্ষর নেয়া থেকে শুরু করে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। এদিকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অভিযোগকে মিথ্যা এবং অতিরঞ্জিত বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। তারা বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া পুলিশ খোঁ নিলেও এটা তাদের একটি রুটিন ওয়ার্ক এবং তদন্তের অংশ। এদিকে গুমের শিকার ভিকটিম পরিবারগুলোর প্রতি তদন্তের নামে পুলিশি হয়রানি বন্ধে গতকাল সকাল সাড়ে ১০টায় ‘মায়ের ডাক’-এর ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেকের হাতে ছিল নিখোঁজ স্বজনের ছবি। কারও কাছে সন্তানের ছবি, কারও বুকে বাবার এবং আবার কারও বুকে ভাইয়ের ছবি। অনুষ্ঠানে নিজেদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরেন স্বজনরা।

নিখোঁজদের কারও সন্তান, মা, কারও বোন ঘটনার বর্ণনা দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ২০১৪ সালের ১১ই জানুয়ারি লাকসাম যাওয়ার পথে নিখোঁজ হন আলমগীর মোল্লা। নিখোঁজ আলমগীর মোল্লার বাবা শাহজাহান মোল্লা বলেন, গত ১০ই জানুয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন উপ-পরিদর্শক তাদের লক্ষ্মীপুরের বাড়িতে আসেন। এ সময় তার ছেলে কীভাবে গুম হয়েছে এবং কোথায় মামলা করেছেন এসব জানতে চান। তিনি বলেন, পরবর্তীতে ওইদিন আমাদের থানায় নিয়ে যাওয়া হয়। এরপর গত ১২ই জানুয়ারি কীভাবে গুম হয়েছে পুরো ঘটনা কম্পিউটারে কম্পোজ করে সেটার একটি প্রিন্ট কপিতে আমার স্বাক্ষর নেয় পুলিশ। এ সময় পুলিশ বলে, একটা সাধারণ চিঠি লিখলেও তো আপনাকে স্বাক্ষর করতে হতো। এটা কোনো বিষয় না। লেখার নিচে এভাবে পুলিশ স্বাক্ষর নিয়ে নেয়। এ সময় ওই কাগজের একটি কপি চাইলেও পুলিশ তাকে দেয়নি বলে জানান আলমগীরের বাবা। ২০১৩ সালের ৭ই ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ থেকে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা মাহবুব সুজনকে। তার ভাই জাহিদ খান শাকিল কান্নারত অবস্থায় বলেন, গত ১০ই জানুয়ারি বিকালে আমাদের বাসায় পুলিশ আসে। এসময় আমাকে থানায় যেতে বলা হয়। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সন্ধ্যা ৭টায় আমি থানায় যাই। এ সময় পুলিশ একটি স্টেটমেন্ট লিখে বলেন, এখানে আপনার বাবার একটি স্বাক্ষর লাগবে। এ ছাড়া আপনারা পুরো লেখাটি হাতে লিখে নিচে স্বাক্ষর করবেন। এ সময় আমার সঙ্গে রাত সাড়ে ১০টায় একজন পুলিশ সদস্য বাসায় আসেন। ওই লেখাটিতে গুম হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না। লেখাটি এমনভাবে সাজানো হয়েছে যে ‘সে (সুজন) নিজেই আত্মগোপন করে আছে’। একটি দায়সারা লেখা। যেটা অনেকটা জবানবন্দি প্রকৃতির লেখা ছিল। এ সময় আমার বাবা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে, থানা থেকে মুঠোফোনে পুলিশ খুব বাজে ভাষায় গালিগালাজ করে। তার অকথ্য কথাবার্তা বাসার বৃদ্ধ বাবা-মা এবং শিশুরা পাশ থেকে শুনছিলেন। এরপর প্রায় গভীর রাতে আরও ৭-৮ জন পুলিশ বাসায় আসে এবং তারা সর্বোচ্চ মাত্রায় দুর্ব্যবহার করেন। এ সময় আমার মা খুব কাঁদছিলেন।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ কাগজে লিখিয়ে নিতে চান, উনি (গুম হওয়া ব্যক্তি) হারিয়ে গেছেন। পুলিশ কাগজে সই নিয়ে করবে কি?




Leave a Reply

Your email address will not be published.