সমাজের আলো : কীটনাশক দিয়ে কবুতর সহ হাঁস মুরগি হত্যার অভিযোগ উঠেছে ।জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার ২ নং নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৯ম শ্রেণীর ছাত্র ইমরানের ১১ জোড়া কবুতর ৩টি মুরগী ও ২টা হাস গমের সাথে কীটনাশক মিশিয়ে হত্যা করেছে একই এলাকার নব নির্বাচিত সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মর্জিনা বেগমের মেঝো ছেলে একরামুল। হত্যাকৃত প্রাণীর মূল্য অনুমান ১৬ হাজার টাকা । এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে ইমরানের পিতা আমিরুল শেখ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার সময় স্থানীয় বাসিন্দা জাহিদ একরামুলকে আমিরুলের বাড়ি হতে বের হতে দেখে । এত রাতে কেন আমিরুলের বাড়ি থেকে বাইরে আসছিস জাহিদের করা এমন প্রশ্নের উত্তর না দিয়ে তাড়াহুড়া করে চলে যায় একরামুল। ওদের বাসায় কি জন্য এসেছে। পরেরদিন সকালে ইমরানের পোষা সব কবুতর মরে পড়ে থাকতে দেখে খোজ খবর নিয়ে জানতে পারে রাতে একরামুল সবার অগোচরে তাদের বাড়িতে এসেছিল। ইমরান আরো জানায়, একরামুলের একটি কবুতর হারিয়ে গেলে সেটা আমার বাড়িতে আছে বলে দাবী করে আসছিল কয়েকদিন যাবত। আমার কবুতরের মধ্যে একটি বেশি ছিল যেটা আমার না কিন্তু একরামুল তার কবুতরের সঠিক প্রমাণ দিতে না পারায় উক্ত কবুতরটি তাকে না দিলে সে আমার এতবড় ক্ষতি করেছে। কবুতর বিক্রয়ের টাকা দিয়ে আমি আমার লেখাপড়ার খরচ যোগান দিতাম।




Leave a Reply

Your email address will not be published.