সমাজের আলো : ষাটোর্ধ মনোয়ারা বেগমের এখন জীবিকার একমাত্র মাধ্যম ভিক্ষাবৃত্তি। বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে। বসবাস করছেন দেবরের ছাগলের খোয়াড়ে। বছর তিনেক হল স্বামী ফরিদ উদ্দীন খাঁ’র মৃত্যু হয়েছে দুরারোগ্য ক্যান্সারে। একমাত্র ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন (৩৮) প্রায় ১৫ বছর আগে বিয়ে করে শ্বশুরের জায়গায় বাড়ি করে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছে। স্বামীর মৃত্যুর পর মনোয়ারার ছেলের বাড়িতে আশ্রয় হলেও মাস ছ’য়েকের মধ্যে সেখান থেকেও ফিরে আসতে বাধ্য হন। এখন প্রতিবেশী এক দেবরের ছাগলের খোয়াড়ে ছাগলদের সাথে ঘর শেয়ার করে রাত্রি যাপন করলেও অসুস্থ্য শরীরে ভিক্ষাবৃত্তিতেই চলে তার জীবিকা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে তার করুণ আর্তি মাথা গোঁজার ঠাঁই নয়, বাকি জীবন কাটাতে দু’বেলা খাবারের ব্যবস্থা করে দিন।

প্রায় আড়াই বছর ধরে প্রতিবেশী এক দেবরের ছাগল রাখার ছোট্ট খুপড়ির একপাশে ছাগল আর অন্যপাশে মনোয়ারার থাকার সাময়িক বন্দোবস্ত হলেও কারো প্রতি আক্ষেপ নেই তার। তবে অসুস্থ্য শরীরে প্রতিদিন পরের বাড়িতে গিয়ে হাত পেতে ভিক্ষা নিতেই যত কষ্ঠ তার। এর জন্যও ছেলে-বউ’র প্রতি ক্ষোভ নেই তার। জীবনে পড়ন্ত বেলায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি তার দাবি, আমাকে দু’বেলা দু’মুঠো খাবারের বন্দোবস্ত করে দিন।

মনোয়ারা জানান, একমাত্র ছেলে কাঠ ব্যবসায়ী প্রায় ১৫ বছর আগে একই গ্রামের নাংলা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও: আঃ মালেকর মেয়ে আয়শাকে বিয়ে করে সেই থেকে শ্বশুরের জায়গায় বাড়ি-ঘর করে সেখানেই বসবাস করে। স্বামীর মৃত্যুর পরে ছেলের বাড়িতে আশ্রায় নেন তবে, স্থায়ী হয়নি। নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৬ মাসের মধ্যে ছেলে-বৌ’র মানসিক অত্যাচারে একমাত্র আশ্রয় ছাড়তেও বাধ্য হন তিনি। জীবন-জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করে অনাহারে-অর্ধাহারে দিন কাটলেও অসুস্থ্য মনোয়ারা ফিরতে চাননা ছেলের ঠিকানায়।

মনোয়ারা জানান, ৩ বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামী মোঃ ফরিদউদ্দিন খাঁর। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সমুদয় সম্পত্তি বৃদ্ধা মাকে দেখভালের মিথ্যা আশ্বাসে বিক্রি করে দেন একমাত্র ছেলে। তার আক্ষেপ স্বামীর সম্পত্তি বিক্রির টাকায়ও যখন ছেলের আশ্রয়ে ঠাঁই হয়নি তার তখন, মাথা গোঁজার ঠাঁইয়ের আর দরকার নেই তার। যতদিন বেঁচে আছেন, পরের খোয়াড়ে দু’বেলা খাবারের বন্দোবস্ত হলেই হল। তবে সেটা ছেলের পয়সায় হোক সেটা চাননা তিনি।




Leave a Reply

Your email address will not be published.