সমাজের আলো : তালার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমানকে স্থায়ী বহিষ্কার দাবিতে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ। একজন শিক্ষক হয়ে স্বাধীনতা দিবসের সকালে স্বাধীনতা অবমাননাকারী মিছিল দিয়ে তিনি যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য বলে মনে করছেন সকল শ্রেণী পেশার মানুষ। হাসিবুর রহমান ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মের শিক্ষক ও তালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। কতৃপক্ষ শিক্ষক হাসিবুর রহমানকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করেছেন। এত বড় জঘন্য অপরাধ করার পরেও শিক্ষক হাসিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করায় ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ, স যেকলের একটাই দাবি, শিক্ষক হাসিবুরের স্থায়ী বহিষ্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে স্থানীয় বালিয়াবাজার হয়ে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষ হওয়ার পর স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, র‍্যালির দায়িত্বে থাকা শিক্ষক হাসিবুর রহমান দীর্ঘ সময় শিক্ষার্থীদের নিয়ে ‘জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে’ স্লোগান দেন। স্লোগান দেয়ার সময় অনেকেই স্লোগানের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন। শিক্ষক হাসিবুর রহমান স্বাধীনতা দিবসের রেলিতে স্বাধীনতা বিরোধী স্লোগান দিলে স্লোগানের ভিডিওটি দৈনিক সমাজের আলোর ফেসবুক পেইজের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল ভাইরাল হয়। সকলের মুখে একটাই কথা, এত বড় জঘন্য অপরাধ করার পরেও শিক্ষক হাসিবুরকে স্থায়ী বহিষ্কার করা না হলে সেটা হবে স্বাধীনতাকে অপমানের শামিল। এ ধরনের জঘন্য অপরাধ ভবিষ্যতে আর যেন কেউ করতে সাহস না পায় সেজন্য শিক্ষক হাসিবুরের স্কুল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি সর্বস্তরের জনগণের।




Leave a Reply

Your email address will not be published.