সমাজের আলো : তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অসহায় মেয়ের মাছের ঘের লুটপাট করা হয়েছে। বৃদ্ধ পিতা ও মাতাকে নিয়ে জীবিকা নির্বাহ করার জন্য দরিদ্র স্বরসতী সরকার নিজস্ব সাড়ে তিন বিঘা জমির উপর মাছের ঘেরটি করে আসছিল। এই ঘের লুটপাটসহ হামলা চালানোর ঘটনায় গোটা এলাকার মানুষ অনিল সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

উপজেলার কলাগাছি গ্রামের খগেন্দ্রনাথ সরকারের মেয়ে স্বরসতী সরকার জানান, কোনও ভাই না থাকায় বৃদ্ধ ও মানষিক প্রতিবন্ধী পিতা খগেন্দ্রনাথ সরকার এবং বৃদ্ধা মাকে নিয়েই তার সংসার। পিতা-মাতা সংসার চালানোর অক্ষম হয়ে পড়ায় পিতার দানসূত্রে পাওয়া বড়আবাদ বিলের সাড়ে ৩বিঘা জমিতে তিনি নিজেই মাছের ঘের করে আসছে। মায়ের সহযোগিতায় নিয়ে স্বরসতী দীর্ঘ বছর ধরে এই ঘেরের আয় দিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু সম্প্রতি চাচাতো ভাই অনিল সরকার প্রতারণার মাধ্যমে একটি দলিল তৈরি করে ওই জমি তার বলে দাবী করে। এনিয়ে তালা উপজেলা পরিষদে সালিশ সভা হয়। সালিসে ওই জমি দখল বা অসহায় স্বরসতী সরকারের পরিবারকে কোনও হুমকি বা ক্ষতিসাধন না করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অনিল সরকারকে সতর্ক করেন। কিন্তু সেই সতর্ককতা অমান্য করে সে বুধবার গভীর রাতে ভাড়াটিয়া লোকজন নিয়ে দরিদ্র স্বরসতী সরকারের ঘেরের বাঁধ ভেঙে দিয়ে মাছ লুটপাট করে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালেও সে মাছ লুটপাট করে। পরপর ৩দিনে অনিল সরকার প্রায় ২লক্ষ টাকার মাছ লুটপাট এবং বাঁধ ভেঙে দিয়ে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। লুটপাটকালে স্বরসতী সরকার ও তার মা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের পিটিয়ে আহত করে। এছাড়া নানাবিধ হুমকি প্রদান করলে অসহায় স্বরসতী সরকার ঘটনার জোরালো প্রতিবাদ করতে সাহস পায়নি। একপর্যায়ে বর্বর এই ঘটনায় গ্রামের লোকজন প্রতিবাদমূখর হয়ে উঠলে অনিল সরকার হামলা ও লুটপাট বন্ধ করে।

কলাগাছি গ্রামের অমিত সরকার, হরিচাঁদ, কমলা সরকার, চন্দনা সরকার, পুলিন সরকার, প্রিয়নাথ সরকারসহ অর্ধশতাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃদ্ধ ও মানষিক ভাবে অসুস্থ্য খগেন্দ্রনাথ সরকারের ৫ মেয়ের মধ্যে ৪ মেয়ে ভারতে বসবাস করে। একমাত্র মেয়ে স্বরসতী সরকার (৩৪) এখনও বিয়ে বা সংসার না করে বৃদ্ধ পিতা এবং মাতার দেখভাল করে। বড়আবাদের সাড়ে ৩বিঘা জমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং এই জমিতে স্বরসতী দীর্ঘ বছর ধরে মাছের ঘের করে সংসার চালায়। গ্রামের সকল লোকজন অসহায় স্বরসতী ও তাদের পরিবারকে সহযোগিতা করে। এমনকি ওই ঘেরে কখনও তাদের পাহারাদার লাগেনা, গ্রামের লোকেরা ঘেরটির পাহারার কাজ করে দিয়ে তাদের সহযোগিতা করে। সেখানে, প্রতারণার মাধ্যমে জমির দলিল বানিয়ে রাতারাতি ঘেরের বাঁধ কেটে দিয়ে মাছ লুটপাট করলো স্বরসতীর আপন কাকাতো ভাই অনিল সরকার। বিষয়টি চরম ঘৃন্য এবং বর্বর, যা মেনে নেওয়া যায়না। স্বরসতী সরকার অসহায় এবং পিতা-মাতার দেখভালের জন্য একমাত্র সন্তান হওয়ায় গ্রামের সব লোক এখন তার পাশে দাঁড়ানোয় সে তালা থানায় অনিল সরকারের বিরুদ্ধে শনিবার (২০ নভেম্বর) অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে তালা থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া, অপরাধিকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *