তালা প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের বারুইখালী খাল পুনঃখননের কাজ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, খুলনা বিভাগীয় উপ-পরিচালক আঃ মান্নান, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান সাধু, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এলসিএস দলনেতা উত্তম কুমার সেন প্রমুখ। পরিদর্শনকালে অতিথিরা স্থানীয়দের সাথে কথা বলেন এবং খাল খনন কাজে সকলের সহযোগিতার আহবান জানান। উল্লেখ,উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) তালা উপজেলার খেশরায় বারুইখালী খাল পুনঃখননের কাজ ১ম অংশ ১৫ ফেব্রুয়ারী শুরু হয়েছে যার মোট আয়তন ৫.০০ হেক্টর,জলায়তন ১.৬৫০ হেক্টর,মাটি খনন কাজের পরিমাণ ১৬.৫০০ ঘন মিটার, বরাদ্দকৃত টাকার পরিমাণ ২০ লক্ষ টাকা যা আগামী ৩১ মার্চ ২০২১ খনন কাজটি শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।




Leave a Reply

Your email address will not be published.