শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার শালিখা টু তালা সড়কের বালিয়ায় অবস্থিত লোহার ফ্রিজের মুখ ট্রাক্টর দিয়ে তৈরি অবৈধ ড্যাম্পার সহ ভারী ট্রাকে ব্যবসায়িদের বালি কাঠ সহ ঠিকাদারদের বালি পাথর ইট বহনের ফলে মরন ফাদে পরিনত হয়েছে। চাপ ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত ভারী যানবাহনে ইট বালি পাথর কাঠ বহণের ফলে ব্রিজের মুখ বসে গেছে। কোন রকমে পথচারীদের চলাচলের জন্য ব্রিজের মুখে ছোট সিট টিন বিছিয়ে দেয়া হয়েছে। যার ওপর দিয়ে জিবনের ঝুকি নিয়ে কোন রকমে একটি ভ্যান যেতে পারে। এই ছোট টিনের ওপর দিয়ে প্রতিটা মুহুর্তে জিবনের ঝুকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে সব ধরনের যানবাহনকে। টিনের সিট সঠিক ভাবে সমান করে লাগিয়ে না দেওয়ার ফলে এর ওপর দিয়ে সাইকেল মোটর সাইকেল ভ্যান ইজিবাইক সহ সব ধরনের যানবাহন জিবনের ঝুকি নিয়ে ওঠানামা করছে। প্রায়ই এখানে কোন না কোন দুর্ঘটনা ঘটেই চলেছে। এ হলো ব্রিজের দক্ষিন মুখের অবস্থা। ব্রিজের উত্তর মুখ দখল করে আসাদুল নামের একজন বালির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্রিজের মুখে রাস্তার দুধারে এমন ভাবে বালি রাখা হয়েছে যে একসঙ্গে দুটি ভ্যান ক্রস করার জায়গা অবশিষ্ট নেই। এখানে দশ চাকার ট্রাক সহ ভারী যানবাহনে বালি লোড আনলোড করার ফলে ব্রিজের মুখে সড়কের অনেক অংশ ভেঙ্গে গেছে। এবং প্রায়ই এখানেও ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজের দুটি মুখের এই করুন অবস্থা হওয়া সত্বেও থেমে নেই ড্যাম্পার সহ ভারি যান চলাচল। ফলে ভাঙ্গাচোরা ব্রিজের মুখ দিয়ে ব্রিজে ওঠানামা আরও বিপদজনক হয়ে উঠেছে সাধারন পথচারীদের জন্য। জনবহুল এই সড়কে ড্যাম্পার ভারী ট্রাক বন্ধ সহ বালিয়া ব্রিজে ওঠানামার মুখ সংস্কারের জন্য এলাকাবাসী ও সাধারণ পথচারীরা জোর দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানি করতে পারে এই স্থানে।




Leave a Reply

Your email address will not be published.