তালা প্রতিনিধি: আগুন লেগে সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামে ৩টি বসত ঘর পুড়ে সম্পুন্ন ভষ্মিভুত হয়ে গেছে। এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তালা উপজেলার আলাদিপুর গ্রামের মৃত সোনাই মোড়লের এর কন্যা রাশিদা বেগমের বসত ঘরের বিদ্যুৎ এর মিটার থেকে আগুন লাগে।তার দুই ভাই লেওকাত ও আমজাদ মোড়লের ঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা ব্যর্থ হয়।পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়,বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে এর মধ্যে তিনটি ঘর, ঘরে থাকা রাশিদার নগত ২ লক্ষ টাকা ও ঘরের আসবাবপত্র, দলিলপত্র সহ সমুদয় জিনিস পত্র আগুনে পুড়ে সম্পুর্ন ভস্মীভূত হয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু কম্বল ও জাতপুর বাজারের কিছু ব্যাবসায়ীর কাছ থেকে নিয়ে চাউল,ডাল,তেল,লবন,বটি,বালতি,পলিথিন,বেডশিট, কাপড়,হাড়ি,পাতিল সহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে বিতরন করেন।আগামী রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,দক্ষিণাঞ্চল নিউজ ক্লাবের সভাপতি এম এ মান্নান, মোঃ মনিরুজ্জামান,ব্যাবসায়ীদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ কামরুল মোল্যা,আমজাদ হোসেন টিক্কা, মতিয়ার রহমান,জাতপুর জামে মসজিদের ইমাম কারী আফছার উদ্দীন, আনিছুর




Leave a Reply

Your email address will not be published.