তালা প্রতিনিধি : তালায় মুজিব বর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব আশ্রায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে জমি ও গৃহহীন ৫০ পরিবারের মধ্যে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেঞ্চের পরে সুবিধাভোগীদের উপস্থিতিতে এই ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কামার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক সুলতান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী।

এ সময় সুবিধাভোগী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত কছিম উদ্দীন গোলদারের ছেলে প্রতিবন্ধী আমিনুল ইসলাম জানান, ৫ ভাই ও ২ বোনের মধ্যে সে সকলের ছোট। সে স্থানীয় একটি মাছ কাটায় দিন ৫০ টাকা হারে কাজ করে। তার থেকে নিজের খরচ হয় ২০ টাকা। বাকি টাকায় সংসার চলেনা। লেখাপড়ায় আমিনুল এস এস সি পাশ। নেই ভিটা মাটি এবং থাকার কোন ঘর। অন্যের বাড়িতে সে রাত্রিযাপন করে। উপজেলা প্রশাসনের মাধ্যমে জমি এবং ঘর পেয়ে প্রতিবন্ধী আমিনুল ইসলাম বেজায় খুশি। এ সময় প্রতিবন্ধী আমিনুল ইসলাম জাতির জনকের আত্মার শান্তি কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে জানান, প্রধানমন্ত্রী নিজস্ব আশ্রায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলায় ৫০টি গ্রহহীন পরিবারকে আজ গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এখনো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ সময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published.