সমাজের আলো ঃ সাতক্ষীরার তালা উপজেলায় ৭০টি কেন্দ্রে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের নামে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্পের ৪র্থ ফেজের (সাইকেল)’র মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও ফলাফল কাগজে-কলমে শতভাগ বাস্তবে শুন্যের কোঠায়। কথিত রিসোর্স পার্সন (অডিটর), ট্রেইনার (প্রশিক্ষক), কর্মকর্তা নিয়োগ ও সাসের অন্য প্রকল্পের স্টাফদের দিয়ে মাস্টার রোলে ভুয়া স্বাক্ষর দেখিয়ে প্রকল্পের সমুদয় অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সমগ্র সাতক্ষীরা জেলায় ঝরে পড়া শিক্ষার্থী মাত্র ১৩শ’ জন থাকলেও কেন্দ্রগুলেঅতে শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৮ হাজার। ফলে সরকারের ২২ কোটি ৪৪ লাখ টাকার শিক্ষা প্রকল্পের আসল উদ্দেশ্যে ভেস্তে যেতে বসেছে।

জানা যায়, বাংলাদেশ সরকারের এডিপি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের সমন্বয়ে ১১ থেকে ৪৫ বছরের মহিলা ও পুরুষের জন্য ‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-৪ কার্যক্রম’ বাস্তবায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) অনুমতি পায়। ৪ বছর মেয়াদী এই প্রকল্পের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।

প্রকল্পের শুরুতেই তালা উপজেলা ৭০টিসহ মোট ২৩৮টি কেন্দ্র নির্মাণ, আসবাবপত্র ও উপকরণ সরবরাহের জন্য বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করার কথা থাকলেও অখ্যাত একটি পত্রিকায় বিজ্ঞাপন দেখিয়ে নিম্নমানের ঘর নির্মাণ ও উপকরণ সামগ্রী অফিস রেজুরেশনের মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন সাসের কর্তা ব্যক্তিরা। এছাড়া ৪২ মাসের প্রকল্প শুরু হয় ২২ মাস পরে।

সরকারের মহাতী এ প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া মহিলা ও পুরুষের লেখাপড়া শেখানোর পাশাপাশি তাদের কারিগরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া।

এতে প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় দুটি শিফটে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী থাকার কথা রয়েছে। এতে প্রতি বছর ১৪ হাজার ২৮০ শিক্ষার্থী হিসেবে ৪ বছরে ৫৭ হাজার ১২০ শিক্ষার্থীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। প্রত্যেক সাইকেল শিক্ষার্থীকে ৯ মাসের কোর্স সম্পন্ন করার কথা থাকলেও বাস্তবে সেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে না।

প্রতিটি কেন্দ্রে সপ্তাহে ৪ দিন প্রশিক্ষণ ও ২ দিন মৌলিক শিক্ষার ক্লাস হওয়ার কথা। এজন্যে প্রতি কেন্দ্রে দু’জন করে প্রশিক্ষক ও দু’জন করে সহায়ক-সহায়িকা রয়েছে।

এদের মধ্যে প্রশিক্ষকরা ক্লাসপ্রতি ২শ’ টাকা এবং সহায়ক-সহায়িকারা পাবেন প্রায় ১৭৫ টাকা। সব মিলিয়ে প্রতি মাসে একেকজন প্রশিক্ষক ৩ হাজার ২শ’ এবং সহায়ক-সহায়িকারা পাবেন ১৩ থেকে ১৪শ’ টাকা।
অথচ প্রশিক্ষকদের প্রতি মাসে দেয়া হচ্ছে ১৬শ’ টাকা এবং সহায়ক-সহায়িকাদের ১১ থেকে ১৩শ’ টাকা। এতে প্রশিক্ষক ও সহায়ক-সহায়িকাদের দেখিয়ে প্রতি মাসে লুটপাট করা হচ্ছে প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

এছাড়া প্রতি শিফটে প্রশিক্ষণ উপকরণ বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৫ হাজার ৭শ’ টাকা। যা দিয়ে নামমাত্র উপকরণ কিনে সর্বস্ব লুটপাট করা হয়েছে। আবার অনেক কেন্দ্রে আদৌ উপকরণ দেয়া হয়নি। আর দেয়া হলেও তা এক শিফটের জন্য। এছাড়া সম্প্রতি সাস কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া ট্রেইনার ও সুপারভাইজারদের প্রশিক্ষণে ভাতা বাবদ ৬ হাজার টাকা করে স্বাক্ষর করালেও তাদেরকে দেয়া হয়েছে মাত্র ৪ হাজার টাকা। এনিয়ে খোদ কর্মীদৈর মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ্টি।
তালার ভায়ড়া, বারুইহাটি, চরগ্রাম, আটারই, খাজরা, নলতা, ধুলান্ডা, বাগমারা, ধানদিয়া, কাটাখালি গ্রামের কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সেখানে কোন শিক্ষার্থী নেই, নেই কোন প্রশিক্ষক ও সয়ায়ক-সহায়িকা, পড়ে আছে পরিত্যক্ত ঘর।

স্থানীয় কয়েক শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, কাগজে-কলমে ছাত্রছাত্রী দেখালেও কোনদিন কেন্দ্রে ১০-১৫ জনের বেশি শিক্ষার্থী আসে না।

কয়েকজন অভিভাবক জানায়, ভর্তির সময় তাদের বাচ্চাদের অনেক কিছু দেয়ার আশ^াস দেয় সাস কর্মকর্তারা। কিন্তু শুধু বই আর খাতা দিয়েছে। কোন কাপড়-চোপড় কিংবা ব্যাগ এখনও তারা দেয়নি।

সাসের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, ‘ঢালাওভাবে স্কুলগুলোতে ত্রুটি নেই, তবে সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। অফিস যেভাবে বলে আমরা সেটাই করে থাকি। আমার বক্তব্য কথা পত্রিকার আসলে চাকরী চলে যাবে। তখন কিভাবে সংসার চালাবো।’

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কার্যক্রম চলবে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। কোন রকম অসংগতি প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপ-পরিচালক হিরন্ময় কুমার বিশ্বাস জানান, ‘একজনের পক্ষে সকল জায়গায় যাওয়া সম্ভব হয় না। তাছাড়া যারা ঝরে পড়েছে কিংবা কোনদিন স্কুলে যায়নি তাদের শিক্ষাদান করা খুবই কঠিন। আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবুও একটা ভাল কিছু উপহার দেয়ার প্রত্যয় আমি রাখছি।’




Leave a Reply

Your email address will not be published.