তালা প্রতিনিধি : তালায় একইদিনে ৪টি বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরমধ্যে দশম শ্রেণিতে পড়ুয়া একজোড়া শিক্ষার্থী রয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের ১০ম শ্রেণির ছাত্রের সাথে কাশিয়াডাঙ্গা গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া আরেক ছাত্রীর বিয়ে ঠিক হয়। এছাড়া জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের ২০ বছর বয়সী ছেলের সাথে একই গ্রামের অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীর বিয়ে ঠিক হবার খবর শোনা যায়। বিষয়টি জানাজানি হলে রবিবার তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তাদের স্বজনরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে বিয়ে দেয়া হবে না বলে মুচেলকা গ্রহণ করা হয়। এ সময় ঐ মেয়েদের তাদেরকে পিতার হেফাজতে দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.