সমাজের আলো : সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের শালিখা থেকে খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়া বটতলা থেকে বালিয়া খেয়া ঘাট পর্যন্ত সাড়ে তিন কিলো মিটার সড়ক নির্মানে সিমাহিন দুর্নীতি ও অনিয়ম চলছে। দুইকোটি সাতাশ লাখ টাকার কাজে এই দুটি সড়ক নির্মানের কাজে ব্যাবহার করা হচ্ছে দুই ও তিন নম্বর আমা ইট। কম দেয়া হচ্ছে বালির পরিমান। এই সড়ক সহ একই ইউনিয়নে চার কোটি টাকা ব্যায়ে মোড়ল পাড়া থেকে মিশারডাঙ্গা সড়ক ও বায়ান্ন লাখ টাকা ব্যায়ে দরমুড়াগাছা সড়ক ও সড়কের সাথে চারটি কালভার্ট নির্মান কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার কল্যান বসুর বিরুদ্ধে। বর্তমানে এই ঠিকাদারের বিভিন্ন সাইটে কোটি কোটি টাকার কাজ চলমান আছে। ঠিকাদার কল্যান বাবুর চলমান সবগুলো কাজে সিমাহিন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী এই ঠিকাদার কোন নিয়ম নিতির তোয়াক্কা না করে ইচ্ছামত কাজ করে যাচ্ছে অভিযোগ এলাকাবাসির। সিডিউল অনুযায়ী কোনো কাজই করছেনা ঠিকাদার। প্রভাবশালী এই ঠিকাদারের ক্ষমতার প্রভাবের কারণে সংশ্লিষ্ট দপ্তর সহ কেউ তার কাজের তদারকিও ঠিকমত করেননা। নতুন রাস্তা নির্মানের জন্য প্রথমে রাস্তার নিচে পুরু একটি বালির স্তর দিতে হবে এরপর খোয়া ও বালি দিয়ে ভালো ভাবে রোলিং করতে হবে। সঠিক বালির স্তর ও কাজে ব্যাবহারিত ইটের খোয়া মান সম্পন্ন না হলে সড়কের স্থায়িত্ব একেবারেই কমে যায়। বালির স্তর কম নিম্নমানের বালি ও আমা ইটের খোয়া ব্যবহার করায় দ্রুত এই সড়ক নষ্ট হয়ে যাবে এমনটাই দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরুর থেকে অনিয়মের অভিযোগ ওঠে ওই প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। তার ক্ষমতার প্রভাবের কারনে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কেউ তার কাজের বিষয়ে তেমন কোন কথা বলেন না। এমনকি তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলীও খুব একটা সাইট পরিদর্শনে আসেন না। সরেজমিনে নির্মানাধীন শালিখা টু খেশরা সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে রাখা আছে আমা ইট ও আমা ইটের খোয়া। এদিয়ে চলছে কাজ। খেশরা নির্মাণাধীন সড়কে আমা ইটে দিয়ে খোয়া ভাঙ্গছে এমন দুই জন শ্রমিকের কাছে প্রশ্ন করা হয়, আপনারা যে ইট দিয়ে খোয়া বানাচ্ছেন এটি কয় নম্বর ইট। প্রথমে শ্রমিকরা প্রশ্নের জবাব দিতে না চাইলেও একাধিকবার প্রশ্ন করার পরে তারা বলেন আমরা ইট নিয়ে কিছু বলতে পারব না, আমরা শ্রমিক আমাদের যেমন ইট দেয়া হয়েছে আমরা সেই ইট ভঙছি। খেশরার এই সড়ক নির্মানের বিষয়ে এলাকাবসির অভিযোগ যেনতেন কাজ করে বিল উত্তোলনের চেষ্টা করছেন ঠিকাদার। এসময় কয়েকজন এলাকাবাসির সাথে কথা বললে তারা সড়কের কাজে ব্যাবহারিত আমা ইট ও আমা ইটের খোয়া অপসারন করে মানসম্পর্ন্ন এক নম্বর ইট দিয়ে কাজ করার দাবী জানান। বিভিন্ন পথচারীরা ইটের বিষয়ে বলেন এতো বাজে ইট দিয়ে ওন্য কোন ঠিকাদারকে কাজ করতে দেখা যায়না। ঠিকাদার কল্যান বাবুর সব কাজই বাস্তবায়ন হচ্ছে খুবই খারাপ ইট দিয়ে। আরেক পথচারি বলেন, কাজ তো না কাজের নামে লুটপাট করা হচ্ছে। নির্মান ব্যায়ের নির্ধারিত টাকার অর্ধেক দিয়েই তিনি তার বেশিরভাগ কাজ সম্পর্ন করেন এমনও অভিযোগ এই ঠিকাদারের বিরুদ্ধে। এবিষয়ে ঠিকাদার কল্যান বাবুর সাথে মোবাইল ফোনে ও সরাসরি কথা বললে তিনি বলেন কাজের সাইড আমি নিজে খুব একটা দেখিনা এগুলো দেখার আলাদা লোক আছে যে কারনে ভুল ত্রুটি হতেই পারে। তিনি আরও বলেন লক্ষ লক্ষ ইটের কাজ আমার এতো ইট দেখে নেয়া সম্ভব হয়না। আপনার কাজের প্রায় সব ইট আমা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার নিজের ভাটায় ইট না থাকার কারনে বাইরের থেকে ইট কিনতে হচ্ছে যে কারনে ইটের মান খারাপ হয়েছে। রাস্তায় নিন্মমানের ইট ব্যাবহারের বিষয়টি চাপা দেয়ার জন্য ঠিকাদার কল্যান বাবু ও ছেলে বাবু দুইজন সাংবাদিক সহ সেলিম নামের একজন দালালকে দিয়ে সমাজের আলোর প্রতিবন্ধী সাংবাদিক শেখ সিরাজুল ইসলামকে ম্যানেজের জোর চেষ্টা চালান। ম্যানেজে ব্যার্থ হয়ে তিনি রাস্তার কাজে ব্যাবহারিত সকল নিন্মমানের ইট ও খোয়া অপসারন করে এক নম্বর ইট দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর পরও ঠিকাদার কল্যান বাবু ক্ষমতা ও টাকার জোরে রাস্তা থেকে নিন্ম মানের ইট ও খোয়া অপসারন না করে কাজ চালিয়ে যাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *