তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব মালামাল বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মানোন্নয়নের লক্ষ্যে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এ সময় তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহসহ প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস জানান, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মানোন্নয়নের লক্ষ্যে ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে এসব পরিবারগুলোকে হাঁস ও হাঁসের খাবার প্রদান করা হবে।




Leave a Reply

Your email address will not be published.