তালা প্রতিনিধি : তালায় গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ বিষয়ক ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ. এস.এম. মুজিবুর রহমান, কৃষিবিদ গিয়াস উদ্দিন, সংস্থার মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, পিএটেক আব্দুল হাদি, রানা এবং সফল গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষী সাইফুল ইসলাম প্রমুখ। দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে কৃষকদের গ্রীষ্মকালীন বেবী তরমুজের বীজ, জাত, জমি প্রস্তুত, মালচিং পেপার, আন্তঃপরিচর্যা এবং রোগ ও পোকামাকড় দমন প্রভৃতি বিষয়ে আধুনিক কলাকৌশল হাতে কলমে শেখানো হয়। এছাড়া কৃষকদের বিভিন্ন জৈব পদ্ধতি যেমন- ফেরমোন ফাঁদ, আঠালো ফাঁদ, জৈব ছত্রাকনাশক ও কীটনাশক, ফ্রুট ব্যাগিং ও জৈব সার জমিতে ব্যবহার পদ্ধতি শেখানো হয়।




Leave a Reply

Your email address will not be published.