তালা প্রতিনিধি : তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামে চলাচলের পথ বন্ধ করে নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। অসহায় চারটি পরিবারের শত অনুরোধ উপেক্ষা করে এই প্রাচীর নির্মাণ করা হয়েছে। এনিয়ে বৃহস্পতিবার (১১ মে) হরিশ্চন্দ্রকাটি গ্রামে মৃত তমেজউদ্দীন মোড়লের ছেলে মো. সাজ্জাত মোড়ল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।
সাজ্জাত মোড়ল জানান, হরিশ্চন্দ্রকাটি গ্রামে সাইদুল মোড়ল, সোহরাব মোড়ল,আব্দুল্লাহ মোড়লসহ শরিকরা ৫০ বছরের অধিক সময় থেকে চলাচলকারী রাস্তা অন্যায় ও অবৈধভাবে গায়ের জোরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ করেছে। যার কারণে চারটি পরিবারগুলোকে বাড়িতে যাতায়াত করতে পারছেনা। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
হরিশ্চন্দ্রকাটি গ্রামে ইসমাইল গাজী নামের এক ব্যক্তি জানান, চারটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক।
তবে সাইদুল মোড়ল গংরা জানান, নিজের জমিতে তারা সীমানা প্রাচীর নির্মাণ করেছে। অহেতুক মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.