তালা প্রতিনিধি
বুধবার (৩০ নভেম্বর) সকালে তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কার্যালয়ে ২০২২-২০২৩ সালে রাজস্ব বাজেটের আওতায় চিংড়ি চাষিদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফেজ উদ্দিন আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী। তালা উপজেলার ২০ জন মৎস্য চাষী ভাইরাস নিয়ন্ত্রিত পরিবেশে উন্নত বাগদা চিংড়ি চাষসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চিংড়ি চাষের জন্য নির্ধারিত জমির পানি ও মাটির গুণগত মান এবং তাপমাত্রা পরীক্ষা, মাছের খাবার, চাষ পদ্ধতি, ভাইরাস সনাক্তকরণ, প্রতিকারের উপায়সহ উৎপাদিত চিংড়ির মান সুরক্ষিত রাখাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.