সমাজের আলো : সাতক্ষীরা জেলা সহ তালার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।বেড়েই চলেছে করোনা সংক্রমনের হার, প্রতিনিয়ত নতুন লাশ যোগ হচ্ছে মৃত্যুর মিছিলে। করোনার ভয়াবহতা রুখতে সাতক্ষীরা জেলা সহ সারা দেশ জুড়ে কঠোর লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউনে দেয়া হয়েছে কঠোর বিধি নিষেধ। যেমন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাধ্যতামূলক মাক্স পরিধান করা ইত্যাদি। জনগণকে ঘরে রাখতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে সহ বিধি নিষেধ মানাতে RAB, পুলিশ, আনসার, বিজিবি সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেটরা একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিনিয়ত বিধি নিষেধ অমান্য কারিদের বোঝানো সহ দেয়া হচ্ছে সাজা। এমনই ভয়াবহ পরিস্থিতির ভিতরে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মত তুঘলকি কান্ড ঘটিয়ে বসলেন তালার সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান। তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া -আটঘরায় কপোতাক্ষের চরভরাটি জমি দখলমুক্ত করে পুনরায় দখল না করার জন্য নিষেধাজ্ঞা জারি করতে যান সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান। আর এ সময় তিনি সেখানে শতাধিক মানুষের জনসমাগম ঘটান। আর এই জনসমাগমে কোন প্রকার মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখে ছিলনা মাস্ক। গত (৩জুন) শুক্রবার আনুমানিক সকাল (১১ টায়) সময় এসিল্যান্ড তারেক সুলতান কঠোর লকডাউনের কঠোর বিধি-নিষেধ অমান্য করে আনুমানিক শতাধিক লোকের জনসমাগম ঘটিয়ে এবং সামাজিক দুরত্ন বজায় না রেখে নিষেধাজ্ঞা জারির কাজ সম্পন্ন করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকের মুখেই মাস্ক ছিলনা। এ সময় এ্যাসিল্যান্ডের সাথে আরো উপস্থিত ছিলেন সায়রাত সহকারী অসিম চক্রবর্তী, উপ-সহকারি কর্মকর্তা আব্দুল জলিল, ভুমি সহকারী কর্মকর্তা গগন মন্ডল, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, এইপি সদস্য আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা রাজু ফকির সহ শতাধিক এলাকাবাসি। বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে যখন সরকার কঠোর লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে ঠিক তখনই এসিল্যান্ড তারেক সুলতান অবিবেচকের মতো এমন একটি ঘটনা ঘটিয়ে বসলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। মাক্স পরিধান নিশ্চিত করা, জনসমাগম না ঘটানো সহ কঠোর লকডাউন বাস্তবায়নের দায়িত্ব যে সকল সরকারি কর্মকর্তাদের উপর সে-সকল কর্মকর্তারাই যদি কঠোর বিধিনিষেধ ভঙ্গ করেন তাহলে সাধারন জনগন কি করবে। এসিল্যান্ড কঠোর লকডাউন চলাকালীন মুহুর্তে জনসমাগম ঘটিয়ে নিষেধাজ্ঞা জারি না করে সাময়িক অপেক্ষা করতে পারতেন, এই মুহুর্তে জরুয়ারী মনে হলে মাইকিং করে ঘোষণা দিতে পারতেন, অথবা নিষেধাজ্ঞা জারি করে উক্ত স্থানে সাইনবোর্ড টাঙিয়ে দিতে পারতেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি করতে পারতেন, এমনকি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে পারতেন। এসবের কোনটাই না করে তিনি বিশাল জনসমাগম ঘটিয়ে নিষেধাজ্ঞা জারি করে নিজের ক্ষমতাকে জাহির করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন তিনি সকল বিধিনিষেধ এর উর্দ্ধে। এর ফলে এলাকায় ভয়াবহ করোনা সংক্রমন ঘটতে হতে পারে এমনটাই ধারণা বিভিন্ন মহলের।




Leave a Reply

Your email address will not be published.