তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :তালা উপজেলার পল্লীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলো মঙ্গলানন্দকাটি গ্রামের সিরাজুল দফাদার(৫৪), তার স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে হাসানুর দফাদার (২৪) এবং কালাম দফাদার (৪২)। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই এলাকার মিজানুর সরদার(৫০), সাজ্জাত দফাদার (৫৫) ও বারিক দফাদার (৪২)। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি বিল এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, খলিষখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষ এবং মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার, কাদের দফাদার গংয়ের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনায়সহ মামলা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে জমিতে গোবিন্দ ঘোষের বর্গাচাষী আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার জমিতে চাষকৃত ধান কাটতে গেলে একই এলাকার কালাম দফাদার গং দের সাথে সংঘর্ষ হয়। উক্ত হামলায় সিরাজুল দফাদার, তার স্ত্রী রেহেনা বেগম, ছেলে হাসানুর দফাদার এবং কালাম দফাদার আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত আভিযোগ করেনি বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published.