তালা প্রতিনিধি :“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপ-শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্ররিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক। ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, সাস পরিচালক শেখ ইমান আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় তালা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১৮ হাজার ৩০৬ জনকে বয়স্ক ভাতা, ৮ হাজার ৪২৪ জনকে বিধবা ভাতা, ৫ হাজার ৫৫৮ জনকে প্রতিবন্ধী ভাতা, ৮ জন হিজড়া ও ৫৩ জন দলিতকে ভাতা প্রদান এবং ৯৫ জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.