তালা প্রতিনিধি : তালায় জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে তালা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জেল হত্যা দিবসটি পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ^াসের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে এম এম ফজলুল হক, মোড়ল আব্দুর রশিদ, মোড়ল আবু বকর, শেখ আমিনুল ইসলাম, শাহাজান আলী, আবুল খায়ের, তবিবুর রহমান গাজী, সমর দাশ, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালা উপজেলা সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ইদ্রিস, প্রচার সম্পাদক শাহিনুর রহমান খা, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস প্রমুখ।
সভায় বক্তরা বলেন, স্বাধনতার ৫০ বছর হলেও জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়নি। স্বাধীনতা বিরোধীরা এখনো এদেশকে পাকিস্থান বানানের স্বপ্ন দেখছে। যত দ্রুত সম্ভব জাতীয় চার নেতাদের হত্যা কারীদের বিচার শেষ করা ও এই দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষনার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.