সমাজের আলো : ডাকাতি স্পট হিসাবে চিহ্নিত আঠারোমাইল – পাইকগাছা সড়কের জাতপুর বট তলা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি কালে সরঞ্জাম সহ ৫ ডাকাতকে আটক করেছে তালা থানা পুলিশ। শনিবার ভোরে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়োজিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন জাতপুর সিরাজুদ্দীন মুন্সীর বটতলা সংলগ্ন ধানের চাতাল নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত আটক করে। আটককৃত ডাকাতরা হলো পাটকেলঘাটা এলাকার কবির গাজী ওরফে কালু(৫০),একই এলাকার শরিফুল ইসলাম (২৬), সাতক্ষীরা থানার ধুলিহার গ্রামের আব্দুর রহমান সরদার (৪০), আতাউর রহমান (২৫) পিতা- শাহিন (২৮) । আটককৃত আসামিদের কাজ থেকে লোহার রড,চাকু,হাসুয়া সহ ডাকতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ তালা মেহেদী রাসেল ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন আসামীদের গত রাতে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাদের কে ধাওয়া করে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করার অপরাধে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মামলা নং-০৫ ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *