তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরার বাদামতলা নামক স্থানে পানের বরজ আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে কুমিরা গ্রামের নেহাল মোড়লের ছেলে আয়েজ উদ্দীন মোড়লের বরজে এ আগুন লাগে।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে কুমিরার বাদামতলা নামক স্থানে আয়েজ উদ্দীন মোড়লের ২ বিঘা পানের বরজে হঠাৎ আগুন দেখতে পেয়ে লোকজন ছুটাছুটি করতে থাকে। আগুন দেখতে পেয়ে লোকজন পানের বরজে মালিককে খবর দেয়। কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অনেকাংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়। পানের বরজের মালিক অন্যের জমি হারি করে নিয়ে তিনি চাষাবাদ করেছেন।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক আয়েজ উদ্দীন জানান, হয়তো কেউ বিড়ি-সিগারেট খেয়ে আগুন ফেলতে পারে। তিনি বলেন, ‘আমার সাথে কারোর তেমন কোন বিরোধ নেই। তাহলে কে আমার এ ক্ষতি করবে।’
কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হেেয়ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি।




Leave a Reply

Your email address will not be published.