সমাজের আলো: সাতক্ষীরা জেলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা সদরের আটারুই গ্রামের বাসিন্দা ও জেএনএ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী’র (১৫) বাড়িতে গিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার তার বাল্য বিবাহ বন্ধ করেন। এসময় মেয়ের পিতাকে ১ হাজার টাকা জরিমানা ও ছেলের নিকট আত্মীয় চন্দ্র দাশের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মামুন রেজা, বেসরকারি সংস্থা প্রসেস এর মৌসুমি আক্তার হেনা, তালা থানার এএসআই ওমর ফারুক প্রমূখ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল হাসান এসময় বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ের প্রস্তুতি নেওয়ায় মেয়েটির পরিবারকে জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.