তালা প্রতিনিধি : সোমবার (১৭ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থেকে উক্ত চেক প্রদান করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ। এ সময় আইজিএ প্রকল্পের ১৭তম ব্যাচের বিউটিফিকেশন ট্রেডে ২৫ জন ও ফ্যাশন ডিজাইনে ২৫জন মিলে মোট ৫০ জনকে ১২ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার চেক প্রদনি করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইতিমধ্যে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৩৪৮ জন উপকারভোগিকে ৩০ কেজি করে চাল এবং প্রত্যেক ইউনিয়নে ৫৭ জনের দরিদ্র মায়েদের জন্য মার্চ মাস পর্যন্ত মাতৃকালীন ভাতা পরিশোধ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.