সমাজের আলো : ছাত্র দলের নেতা ও টিকারামপুর গ্রামের বাপি সরদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মাসেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ও পদ্মাসেতু সম্পর্কে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেন। এ ঘটনায় প্রশাসনের উর্দ্ধতন মহলে তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে পুলিশ রবিবার রাতে ছাত্রদল নেতা বাপি সরদারকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপি সরদার পালিয়ে যায়। জানা গেছে, এই বাপি সরদার একাধিক নাশকতার মামলার আসামী। তাছাড়া ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর পুলিশের রাবার বুলেটবিদ্ধ হয়। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছিল। এমন কি ইতোমধ্যে পদ্মাসেতু নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ব্যাপারে এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *