তালা প্রতিনিধি: রবিবার (২৪ জানুয়ারী) সকালে তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বন্যপ্রাণী সংরক্ষণে গণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আসপিয়া আক্তার বৃষ্টির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সামাজিক বনাঞ্চল, যশোর অঞ্চলের বনরক্ষক মোল্ল্যা রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ এর খুলনা বিভাগীয় বনকর্মকর্তা নির্মল কুমার পাল, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন ও শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু। সভায় বনকর্মকর্তা নির্মল কুমার পাল প্রজেক্টরের মাধ্যমে বনআইন ও বনবিভাগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যো উপস্থিত ছিলেন শালিখা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, তালা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস আর আওয়াল, আলোকিত শাহপুরের পরিচালক মাসুদ আল কবির রাজন, জীববৈচিত্র রক্ষা স্বেচ্ছাসেবী কমিটির সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস, শ্রীমন্তকাটি ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন ও খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক ছাত্রলীগনেতা সুমন হোসেন গোলদার। প্রধান অতিথি বলেন, সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী উদ্ধার অভিযানের পাশাপাশি শৌখিন পশুপাখি পালনকারী ও বিক্রেতাকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া এখন এগুলো প্রকাশ্যে বিক্রিও অনেক কমে এসেছে। তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার চেয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারলে অনেক বেশি সুফল পাওয়া যায়। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাস থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে ১২৯টি কচ্ছপ, একটি সজারু, কয়েকটি সাপ এবং ১৩টি টিয়া পাখি।




Leave a Reply

Your email address will not be published.