সমাজের আলো: সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা-খাজরা গ্রামের দুই সন্তানের জননী এক গৃহবধূকে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে দিতে জন্য হুমকি দিচ্ছে শশুর শাশুড়ি ননদ মামাশ্বশুর ও মামি-শাশুড়ি। বাড়ি ছেড়ে চলে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায় আনুমানিক বাইশ বছর পূর্বে তালা থানার মুড়াগাছা গ্রামের শেখ সৈয়দ আলীর কন্যা মোসাম্মৎ লুৎফুন্নেসা বেগমের সাথে তালা থানার তালা-খাজরা গ্রামের মোঃ তাজল খার ছেলে মোঃ শফিকুল ইসলাম খার সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে লুৎফুনের স্বামী শ্বশুর-শাশুড়ি ননদ মামা শ্বশুর ও মাামিশ্বাশুড়ি লুৎফুনকে নিয়মিত লাঞ্ছনা-গঞ্জনা দিয়ে আসছিল। এভাবে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে লুৎফুনের স্বামীর সাথে বিশ বছর সংসার জীবন অতিবাহিত হয়। বিশ বছর সংসার জীবনে লুৎফুনের গর্ভে একটি মেয়ে ও একটি ছেলের জন্ম হয়। এরইমধ্যে লুৎফুনের স্বামী চরিত্রহীন শফিকুলের নজর পড়ে লুৎফুনের বড়বোন কুলসুমের দিকে। অনুমানিক দুই বছর পুর্বে হঠাৎ একদিন সফিকুল নিজের বাবা মা বোন ও মামা মামির কুপরামর্শে কুলসুমকে নিয়ে পালিয়ে চলে যায়। এর পর থেকে সফিকুল স্ত্রী লুৎফুনের ও ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয়না। লুৎফুল বিভিন্নভাবে স্বামী শফিকুলের সাথে যোগাযোগের শত চেষ্টা করেও ব্যর্থ হয়। শফিকুল স্ত্রীর সাথে কোন যোগাযোগ না রাখলেও বাবা-মা বোন মামা ও মামির সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সফিকুল কুলসুমকে নিয়ে পালিয়ে যাবার পুর্বে এনজিও সহ বিভিন্ন জায়গায় প্রায় এক লক্ষ টাকা ঋন করে রেখে যায়। নিজের ও সন্তানদের ভরণ পোষণ স্বামীর রেখে যাওয়া ঋণের বোঝা টানতে গিয়ে লুৎফুন কে বেছে নিতে হয়েছে মানুষের দুয়ারে দুয়ারে ঝিয়ের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিয়ের কাজ করে যা সামান্য আয় হয় তা থেকে স্বামী রেখে যাওয়া ঋনের কিস্তি টাকা রেখে যদি কিছু অবশিষ্ট থাকে তবেই লুৎফুনের মুখে অন্ন জোটে। অন্যথায় অনাহারে পানি খেয়ে কেটে যায় লুৎফুনের দিন। এত অনাচারের পরেও ক্ষ্যান্ত হয়নি লুৎফুনের শশুর শাশুড়ি ননদ মামা শ্বশুর ও মামি-শাশুড়ি। তারা লুৎফুনকে সন্তান সহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে লুৎফুনের স্বামী শফিকুল ও কুলসুমকে বাড়িতে তোলার জন্য জোর ষড়যন্ত্র শুরু করেছে । লুৎফুনকে প্রায়ই সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে তারা। সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে না গেলে কারেন্ট শট দিয়ে গলায় ফাঁস দিয়ে সহ বিভিন্ন সময় বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে লুৎফুনের শশুর শাশুড়ি ননদ মামাশ্বশুর ও মামি-শাশুড়ি। এ বিষয়ে হতভাগী লুৎফুন বাদী হয়ে গত ১৯ নভেম্বর ২০২০ ইং তারিখে তালা থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং ৬৫৫।




Leave a Reply

Your email address will not be published.