তালায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার রাতে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে ধানদিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার অপর্না দাস,ব্র্যাকের পল্লি সমাজ কর্মসুচীর তালা উপজেলা সমন্বয়কারী মোরশেদা আক্তার এবং গ্রাম পুলিশ সুনীল সরদার সেখানে হাজির হন। এ সময় সেখানে হাজির হলে কনে পক্ষ বিয়ে বন্ধ রাখে। বুধবার তারা তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী প্রশান্ত কুমার বিশ^াস উক্ত নিষেধাজ্ঞা জারি করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। স্কুল ছাত্রীর পিতা এ সময় মুচলেকা প্রদান করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.