তালা প্রতিনিধি সাতক্ষীরা : খুলনা মাহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে ঢাকাগামী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী মোঃ আসাদুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মুখার্জী এন্ড এসোসিয়েটস্ নামের একটি বাস (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৩- ০৬০৪)। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যার নম্বর- যশোর-শ-১১-০১০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছে। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.