তালা প্রতিনিধি : তালায় বিবাহ রেজিস্ট্রার শেখ নেছার উদ্দিন ও তার সহযোগী শেখ বাবলুর রহমানকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুন) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ^াস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। বিবাহ রেজিস্টার শেখ নেছার উদ্দিন তালা সদর ইউনিয়নের খাজরা গ্রামের শহর আলী মুন্সীর ছেলে এবং তার সহযোগী বাবলুর রহমান আটারই গ্রামের মতলেব শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বাল্যবিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন বিবাহ রেজিস্ট্রার শেখ নেছার উদ্দিন ও তার সহযোগী শেখ বাবলুর রহমান। এমন সংবাদে তেঁতুলিয়া নামক স্থানে পুলিশের বাবলুকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিবাহ রেজিস্ট্রারের খাতা পান। তিনি বিবাহ রেজিস্ট্রার না হয়ে এত রাতে কি কারণে রেজিস্ট্রার খাতা নিয়ে ঘুরছেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার দুপুরে বিবাহ রেজিস্ট্রার শেখ নেছার উদ্দিন ও তার সহযোগী শেখ বাবলুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় ১০হাজার করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.