তালা প্রতিনিধি : “তামাক নয়, খাদ্য ফলান” এই শ্লোগান সামনে রেখে তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৩১ জুলাই (বুধবার) বেসরকারি উন্নয়ন সংগঠন যুগের যাত্রী সংস্থার আয়োজনে ডাব্লিউ.বি.বি ট্রাষ্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় তালা উপজেলা চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় তামাকের কর বৃদ্ধি, ই সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধব অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যুগের যাত্রী ও ডাব্লিউ. বি.বি ট্রাষ্টের সহযোগিতায় উপজেলা চত্ত্বর থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, ব্যাপ্টিস এইড এর কমকর্তা জীবন সরকার, আব্দুল্লাহ সরদার, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, শ্যামল দেবনাথ, আব্দুল হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগের যাত্রী সংস্থার পরিচালক মোঃ ইমদাদুল হক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *