তালা প্রতিনিধি :  তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমে জীবন শুরু করায় উপজেলার খোর্দ গ্রামের মিসেস রেহেনা আক্তার, সমাজ উন্নয়নে অবদান রাখায় সুজনশাহা গ্রামের জয়ন্তী রানী মন্ডল (দাস), শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল্য অর্জনকারী নারী জাতপুর গ্রামের প্রফেসর শামসুন নাহার, অর্থনৈতিক সফলতা অর্জনে নওয়াপাড়া গ্রামের আসমা বেগম ও সফল জননী নারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সরুলিয়া গ্রামের বীণাপানি ঘোষ জয়িতার সম্মাননা দেওয়া হয়। “কমলা রঙের বিশে^র নারী, বাঁধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর (বুধবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জয়িতা সম্মাননা, অনুদানের চেক বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি প্রমুখ। এ সময় উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পল্লী সমাজ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *