শেখ সিরাজুল ইসলাম : উপজেলার ব্যস্ততম সড়কগুলোর মধ্য তেঁতুলিয়া-নওয়াপাড়া সড়ক একটি। সেই সড়কের কালভার্টের ঢালাই ভেঙে যাওয়ার কারণে চরম দুৃৃর্ভোগ পোহাতে হচ্ছে সকল পথচারী ও এলাকাবাসীর।তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত একটি কালভার্টের ওয়ালের এক পাশ ভেঙে গিয়েছে। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখনো পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি সেই ভাঙা অংশটি। ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে কোনোমতে যাতায়াত করলেও সড়কটিতে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো মানুষ।একাধিক পথচারী ও এলাকাবাসি বলেন, ব্যাস্ততম সড়কটির এই কালভার্টিতে প্রায় তিন মাস আগে একাংশের ঢালাই ভেঙে বিশাল আকারের গর্তে পরিণত হয়। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি দিয়ে সেটি ভরাট করেন। কিন্তু মৌসুম-ভিত্তিক বৃষ্টির ফলে বর্তমানে কালভার্টটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় প্রায়ই দুঘর্টনার শিকারও হচ্ছেন।

তারা আরও বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ নিতেন তাহলে জনগণের এত দূর্ভোগ পোহাতে হত না। কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা ও এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published.