সমাজের আলো : ১৩ জানুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিয়মিত ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তালা উপজেলার চাঁদকাটি নামক স্থানে ভেজাল গুড় তৈরির তিনটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সংশ্লিষ্ট কারখানায় ফিটকিরি, ডিটারজেন্ট, কালার, চিনি মিশিয়ে নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে অভিযুক্ত তিনটি কারখানাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানায় উৎপাদিত ভেজাল গুড় ও কারখানার সকল স্থাপনা ধ্বংস করা দেওয়া হয়। তালা উপজেলা ভূমি কর্মকর্তা এসএস তারেক সুলতান অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: নাজমুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: মোখলেছুর রহমান। জনস্বার্থে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে ৩১০ কেজি চিনি, রাসায়নিক পদার্থ ও রং উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published.